Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গ্রন্থাগারের সময় সূচিঃ প্রতি শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং গ্রন্থাগার বন্ধ থাকেঃ প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও সরকার ঘোষিত অন্যান্য সরকারি ছুটির দিন।


এক নজরে

 

 

লাইব্রেরির সময়সূচি

শনিবার থেকে বুধবার সকাল ১০:০০ টা থেকে বিকেল ৬:০০ টা পর্যন্ত (বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি, অন্যান্য সরকারি ছুটির দিন বন্ধ)।

বইয়ের সংখ্যা

৩৮৬০৩ খানা

দৈনিক পত্রিকা

বাংলা: ১. ইত্তেফাক ২. প্রথম আলো ৩. ভোরের কাগজ ৪. জনকন্ঠ ৫. করতোয়া ৬. যুগান্তর ৭. ইনকিলাব ৮. সমকাল ।

ইংরেজি: 1.The Daily Star

সাময়িকী

বাংলা: ১. সরগম  ২. সমাজ নিরীক্ষন ৩. চাকরির বিজ্ঞপ্তি ৪. কিশোর আলো ৫. উত্তরাধিকার ৬. নিউজ লেটার  ৭.ব্যাক টু গডহেড।

ইংরেজি: 1. First News ২. The Journal of Social Studies  3. World Acc play

বাঁধাইকৃত পত্রিকা ও সাময়িকী

পত্রিকা: দৈনিক ইত্তেফাক (১৯৯৩-১৭)।

সাময়িকী: রোববার (১৯৯৩-০৭)

সম্প্রসারণমূলক কার্যক্রম

সর্বস্তরের জনসাধারণের পাঠাভ্যাস বৃদ্ধি এবং গ্রন্থাগারের প্রতি আকৃষ্ট করার নিমিত্ত গ্রন্থাগারে সম্প্রসারণমূলক কার্যক্রম যেমন:

বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা, পাঠ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি আয়োজন করা হয়. এছাড়া গ্রন্থ প্রদর্শনী, ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজন।

গ্রন্থাগার সেবা

১. পাঠক সেবা ২. রেফারেন্স সেবা ৩. সাম্প্রতিক তথ্যজ্ঞাপন সেবা ৪. পরামর্শ সেবা ৫. নির্বাচিত তথ্য বিতরণ সেবা ৬. তথ্য অনুসন্ধান সেবা  ৭. পুস্তক লেনদেন সেবা  ৮.ফটোকপি সেবা  ৯. উপদেশমূলক সেবা ১০. পুরাতন পত্রিকা সেবা।

ইন্টারনেট সেবা       

বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদান করা।

কার্যক্রম

বেসরকারি গণগ্রন্থাগারসমূহকে তালিকাভুক্তিকরণ/ রেজিস্ট্রেশন প্রদান করা।

ভবনের আয়তন

৫,০০০ বর্গফুট।

পাঠকক্ষের সংখ্যা

১(এক) টি।